শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির উঠান থেকে উদ্ধার শতাধিক গুলি 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
উদ্ধার করা গুলি
expand
উদ্ধার করা গুলি

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ভরতের কান্দি গ্রামে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই শতাধিক গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ওই গ্রামের হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠান থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে একদল শিশু-কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বল কুড়াতে গিয়ে তারা মাটিতে গর্ত করতে শুরু করে। এ সময় মাটির সামান্য নিচ থেকেই গুলির অস্তিত্ব টের পায় তারা। একে একে গুলি বেরিয়ে আসতে শুরু করলে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি বড়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে শিবপুর মডেল থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুই শতাধিক গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স পাঠিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো বেশ পুরনো এবং জং ধরা অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, “গুলিগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে এসেছে বা কতদিন ধরে এখানে ছিল—সে বিষয়ে তদন্ত চলছে।”

বসতবাড়ির উঠান থেকে এভাবে বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে।

অনেকের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত গুলি হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞ পর্যায়ের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X