মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে কারাগার থেকে পালানো আসামী কে কুপিয়ে হত্যা

নাজমুল হাসান (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
আসামি অপু আহমেদ (৪৫)
expand
আসামি অপু আহমেদ (৪৫)

নরসিংদীর রায়পুরায় জেল পলাতক আসামি অপু আহমেদ (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার বাসিন্দা ও হাবিবুর রহমানের ছেলে। তিনি জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় কারাবন্দি অবস্থায় পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক থাকলেও গোপনে এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে একটি স-মিলের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অপু আহমেদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, অপু আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।” হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X