

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা, যা এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চর মধুয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় চর মধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদারের বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।
অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আওয়াল সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয় এক বিএনপি নেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “মানবিক কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়, তবে দলের অবস্থান ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা জরুরি।”
অন্যদিকে, আয়োজক ও অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নেতার দাবি, এটি সম্পূর্ণ মানবিক উদ্যোগ এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে তারা জানান।
এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ একে মানবিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে সমালোচনা করছেন।
কম্বল বিতরণকে কেন্দ্র করে শুরু হওয়া এ আলোচনা এখন পুরো ইউনিয়নজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
মন্তব্য করুন
