

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পঁচার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিবপুরের বাঘাব ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২২) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের শফিক (২১)।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে মনোহরদী থেকে শিবপুরে ফিরছিলেন দুই বন্ধু। পথে পঁচার বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ আঘাতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হাসান রাজ। গুরুতর আহত শফিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। এসময় সিএনজি চালকসহ আরও দু’জন আহত হন। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।” তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
স্থানীয়রা বলছেন—সড়কের ওই অংশে আগে থেকেও দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত গতিসীমা নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
