

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের বাস ও একটি এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (চালক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেলের বাড়ি সিলেটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে চলা এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি সকালে মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের চালক মোজাম্মেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাস ও এম্বুলেন্সের আরও অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
