শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পের আতঙ্কে অসুস্থ আদমজী ইপিজেডের ৭ শ্রমিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
আদমজী ইপিজেড
expand
আদমজী ইপিজেড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে আদমজী ইপিজেডের দুটি কোম্পানির ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিকভাবে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে ।

সূত্রে জানা যায়, আজ সকালে ভূমিকম্প হলে এতে আতঙ্কিত হয়ে পড়েন ইপিজেডের ভেতরকার বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে আদমজী ইপিজেডের অনন্ত ওয়াশিং লিমিটেডের ৬ জন মহিলা শ্রমিক এবং সিম্বা ফ্যাশন লিমিটেডের ১ জন পুরুষ শ্রমিক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে ঘটনাস্থল থেকে অসুস্থ শ্রমিকদের প্রথমে বেপজা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়। বাকি ৩ জনকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে রেফার করা হয়েছে।

অনন্ত ওয়াশিং কর্তৃপক্ষ জানান, ভূমিকম্পে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়। এছাড়া ফ্যাক্টরিতে কোন ধরনের ক্ষতি হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, আদমজী ইপিজেডের ৩ জন শ্রমিক আতঙ্কগ্রস্থ রোগী খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছে। বড় কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন