শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, আড়াইহাজারে ৪ দোকানিকে জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
expand
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, আড়াইহাজারে ৪ দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ বিক্রির দায়ে চার দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ইউএনও জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল আড়াইহাজার সদরের আম্বর রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেস্টুরেন্টটির ম্যানেজার অনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ বিভিন্ন বেকারির পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়। একই অভিযানে ঢাকা কাবাবের মালিক সাইফুলকে দুই হাজার টাকা এবং মনির ও জোবায়েরের ফার্মেসিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন