

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় দুটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে একটি গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওসমান গনী জানান, পুরোনো বাংলা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রায় একই পরিমাণ মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি গোডাউনই টিনশেড কাঠামোর। এর মধ্যে একটি প্রায় ২,০০০ বর্গফুট এবং অপরটি ১,৫০০ বর্গফুট আয়তনের। গোডাউন দুটি স্থানীয় ব্যবসায়ী মো. আলম ও নুরুল হকের মালিকানাধীন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    