

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সোহেল আহমেদ ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং হত্যাসহ ১২–১৩টি মামলা তার বিরুদ্ধে চলছিল।
স্থানীয়রা জানিয়েছেন, আগের সময়ে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ারের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকারি পরিবর্তনের পর তিনি গা ঢাকা দেন। কিন্তু সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, সোহেল এলাকার মানুষের ওপর দীর্ঘদিন অত্যাচার চালিয়েছিলেন।
তার বিরুদ্ধে হত্যার, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আগে কয়েকদিন আগেও বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে আগুন ধরিয়েছিল।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    