শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে যুবক অপহরণ: অস্ত্রসহ দুই অপহরণকারী গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
অপহরণকারী
expand
অপহরণকারী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় অপহৃত যুবককে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থানা পুলিশের যৌথ আভিযানিক দল শনিবার (৩১ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কোবাগা এলাকায় তালতলা থেকে কোবাগা সাইদুল মার্কেটগামী রাস্তার পাশের একটি বালুর মাঠে অভিযান চালানো হয়। অভিযানের সময় অপহৃত সামিন ইসলাম (২৬), পিতা- এ কে সাদিকুল ইসলাম, গ্রাম- মধুপুর ভট্ট, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইলকে উদ্ধার করা হয়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়—রোহান (২৫), সবুজ (২৮)।

অভিযানকালে অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি নাকাল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পলাতক আসামী মাহিন (২৪), সহ আরও কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত এবং তারা পালিয়ে গেছে।

তারা আরও জানায়, অপহৃত সামিন ইসলামকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার আত্মীয়-স্বজনের মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X