শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ভাঙচুর-গুলিবর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ভাঙচুর
expand
স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ভাঙচুর

নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদক ব্যবসায়ীর সাথে পূর্ব বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় সদর উপজেলার ফতুল্লা কায়েমপুর এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীনের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীরা ৬ থেকে ৭টি শর্টগানসহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং গুলিবর্ষণ করে বলেও অভিযোগ করেন এসকে শাহীন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজসহ হামলার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।"

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যুগ্ম আহ্বায়ক এসকে শাহীন জানান, রাত সাড়ে ৮টার দিকে কায়েমপুর স্থানীয় মাদক ব্যবসায়ী রবিন গ্রুপের সঙ্গে তার প্রতিপক্ষ মুন্নার গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখানে শত শত মানুষ ভিড় করলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে বুঝিয়ে শান্ত করে নিজ বাড়িতে ফিরে আসেন। এরপরে রাত ১১টার দিকে রাতের খাবারের সময়।

বাইরে গোলাগুলির শব্দ শুনতে পান এবং খোঁজ নিয়ে জানতে পারেন রবিনের নেতৃত্বে সোহেল ও মিঠু, রবিনের ভায়রাসহ অন্তত ১৮ থেকে ২০ জন এসে তার কার্যালয়ে হামলা চালিয়েছেন।

তিনি আরও জানান, কার্যলয়ে এস কে শাহীনকে না পেয়ে সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুরসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেন বলেও অভিযোগ করেন তিনি।

এস কে শাহীন বলেন, আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্ট দেখা গেছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ আমি এর ন্যায়বিচার চাই। আমার নিজের নিরাপত্তাও চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X