

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেড অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১০ টার সময় সিদ্ধিরগঞ্জের আরামবাগ চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড়ের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০) ও ইমন (২৫)। গ্রেফতার সকলেই সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন মো. শামীম (৩৩) ও মো. জসিম (৩৮)।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নাসিক ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় ব্লক রেড অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১টি চাপাতি, ২টি সুইচ গিয়ার, ১টি ধারালো ছুরি, ১টি দ্বিধারী কুড়াল, ১টি লোহার করাত, ১টি লোহার রড, ১টি এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
