

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ৭ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
সিসি ফুটেজে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলার প্রধান দরজা ভেঙে ডাকাতদল ভেতরে প্রবেশ করে। এরপর চারটি কক্ষে ঢুকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করা হয়। প্রায় তিন মিনিটের ওই ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-গ) মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনার সিসি ফুটেজ পুলিশের নজরে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকাতদের শনাক্ত করার আশা করছি।” ঘটনাস্থল থেকে একটি বড় আকারের ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে অস্ত্রধারী একদল ডাকাত ভবনের দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। একপর্যায়ে ডাকাতরা তার চার বছর বয়সী নাতির গলায় পা দিয়ে চেপে ধরার চেষ্টা করে, যা পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।
তিনি আরও বলেন, আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি বড় ছুরি ফেলে রেখে যায়।
মন্তব্য করুন
