সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘হ্যা’ ভোট জিতলে সংবিধানে ‘বিসমিল্লাহ ও আল্লাহ’ পরাজিত হবে: কৃষকদল নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম
জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান
expand
জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়ে জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান বলেছেন, গণভোটে ‘হ্যা’ জিতলে “সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহ’র নামে শুরু করলাম- এটা পরাজিত হবে”।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জুয়েল আরমান নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

বক্তব্যের শুরুতে জুয়েল আরমান মনির হোসাইন কাসেমীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

পরে তিনি বলেন, “আমি আর একটি কথা বলে শেষ করবো, আগামী ১২ তারিখ একটি গণভোটের আয়োজন করা হয়েছে। আমরা এই গণভোটের দিকে সবাই লক্ষ করবো যে, যদি ‘না’ ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নাম’ জয়যুক্ত হবে।”

“এবং যদি ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’ এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লা চার আসনের ভোটার, তারা সবাই লক্ষ করে শুনবেন- আমরা সবাই ‘না’ ভোটে ভোট দিবেন”, যোগ করেন তিনি।

ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X