বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লরি বিকলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দীর্ঘ যানজট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজ
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতু থেকে মেঘনা টোল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের ধীরগতি রয়েছে।

জানা যায়, মদনপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে মালবাহী একটি লরি বিকল হওয়ায় যানবাহন যাতায়াতে ধীর গতির ফলে এই যানজট দুপুর পর্যন্ত থাকতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা। বিশেষ করে অসুস্থ রোগী আর শিশুরা বেকায়দা পড়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, গতরাতে মদনপুরে একটি বড় লরি বিকল হয়েছিল। সেটা কিছুক্ষণ আগে মহাসড়ক থেকে সরাতে পেরেছি। মূলত লরি বিকলের কারণে অন্যান্য যানবাহন পারাপারের ধীর গতি হচ্ছিল। পুলিশ কাজ করছে। আশাকরি যান চলাচল স্বাভাবিক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X