বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাকের অ্যাওয়ার্ড পেলেন রূপগঞ্জের রাসেল আহমেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
expand
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১৮ জন সাংবাদিক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।‌

আজ বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এবার প্রিন্ট মিডিয়ায় জাতীয় ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ। মানুষ বেঁচে ওরা কোটিপতি শিরোনামে রিপোর্টের জন্য তিনি এ পুরষ্কার পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র বাংলাদেশ প্রধান ম্যাক্স ট্যানন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। আয়োজনের সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X