শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
সড়ক অবরোধ করেন শ্রমিকরা
expand
সড়ক অবরোধ করেন শ্রমিকরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেড নামক একটি গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা।

এ সময় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X