শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেভিল হান্ট অপারেশনে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
পুলিশের গাড়ি
expand
পুলিশের গাড়ি

নোয়াখালীর রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়িয়েছে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট—ফেজ-২’। গত ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানায় অভিযান চালিয়ে ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যগুলো নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সেনবাগ থানার একজন, বেগমগঞ্জ মডেল থানার ৪ জন, সুধারাম মডেল থানার ২ জন, কবিরহাট থানার ২ জন, কোম্পানীগঞ্জ থানার একজন, চরজব্বর থানার ২ জন ও হাতিয়া থানার একজন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার এনপিবিকে বলেন, চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী এনপিবিকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৭ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম এনপিবিকে বলেন, গত ২৪ ঘণ্টায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৪ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X