মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবল বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫ শ্রমিক

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
expand
বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা দশ মিনিটে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “বাল্কহেডের ৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে, ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান এখনও শুরু হয়নি।”

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ সূত্রে জানায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদীয়া-১৩ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুʼটি নৌযান চলছিল তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিলো যে সংঘর্ষ হবে। আমি সাথে সাথেই ভিডিও করতে শুরু করি।”

নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর বলেন, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান শুরু হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X