

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে হঠাৎ নতুন উত্তাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গোলাম মসিহ্ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এতে নারায়ণগঞ্জের রাজনৈতিক আলোচনায় নতুন করে আসেন তিনি।
এর পূর্বে সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি এ আসনে প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তাঁকে সরিয়ে এনে মনোনয়ন দেওয়া হয় বহুমাত্রিক রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী গোলাম মসিহকে।
এরপূর্বে ২০০৬–২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম জানান, “গোলাম মসিহ্ ২০১৩ সাল থেকেই আমাদের দলের সঙ্গে আছেন। সংগঠনের শীর্ষ পর্যায়ের পরামর্শ ও আলোচনার ভিত্তিতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।"
গোলাম মসিহ্ ২০২২ সালের এপ্রিলে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৪ সালেও একই দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল আউয়ালের তৃতীয় ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম ও জেনারেল অ্যাটমিকসসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত ছিলেন।
মন্তব্য করুন
