বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নির্বাচিত হয়ে জনগণের পূর্ণ অধিকার বাস্তবায়ন করব: ইসমাঈল সিরাজী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মুফতী ইসমাঈল সিরাজী আল-মাদানী
expand
নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মুফতী ইসমাঈল সিরাজী আল-মাদানী

কেন্দ্রীয় ওলামা-মাশায়েখ আইমা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মুফতী ইসমাঈল সিরাজী আল-মাদানী বলেছেন, নির্বাচিত হলে তিনি জনগণের পূর্ণ অধিকার বাস্তবায়ন করবেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) এক মোটরবাইক শোভাযাত্রায় তিনি বলেন, “যদি ইসলাম ক্ষমতায় আসে, জনগণকে তার অধিকার আদায়ের জন্য এমপির দ্বারে দ্বারে ঘুরতে হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছেন। ভবিষ্যতে জনগণ আর সেই ভক্ষকদের ক্ষমতায় দেখতে চায় না।

শোভাযাত্রার উদ্দেশ্য সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, “ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ-৪-এর শক্ত অবস্থান ও সম্ভাবনা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন।”

ফতুল্লা থানা ইসলামী আন্দোলনের সভাপতি এডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মোটরবাইক ও পিকআপ নিয়ে অংশগ্রহণ করেন ফতুল্লা থানার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

শোভাযাত্রাটি শিবুমার্কেট থেকে সাইনবোর্ড হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে ডিআইটি হয়ে কাশীপুরে এসে সমাপ্ত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X