

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিলটুলীতে একটি দোতলা ভবনের সামনের অংশ ধসে পড়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবন থেকেও মানুষ সরে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মনিরা আহসানের মালিকানাধীন ভবনটি ভাড়া নিয়ে ‘বেস্ট বাই’ নামের একটি শো-রুম পরিচালিত হচ্ছিল। শো-রুমটির পাশেই সঞ্চয় সাহা নামে এক ব্যক্তি নতুন ভবন নির্মাণের জন্য কয়েকদিন ধরে মাটি কেটে পাইলিংয়ের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভবনটির ভিত্তির স্থিতি নষ্ট হয়ে যায়।
শুক্রবার সকালে শো-রুমের কর্মীরা কাজে যোগ দিতে এসে ভবনের দেয়ালে ফাটল দেখতে পান। কিছুক্ষণ পরই বিকট শব্দে ভবনের সামনের দোতলা অংশ ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে ভবনের ভেতরে থাকা সবাই বেরিয়ে আসে। প্রায় আধাঘণ্টা পর সামনের পুরো অংশই বিপজ্জনকভাবে নীচে নেমে যায়।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটি ঘিরে সবাইকে সরিয়ে নেয়। সংশ্লিষ্টরা জানান, ভবনটি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেকোনো সময় পুরো ভবন ধসে পড়তে পারে।
ধ্বসে পড়া ভবনের মালিক অভিযোগ করে বলেন, পাশের ভবনের পাইলিংয়ের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
মন্তব্য করুন
