সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণ

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণ
expand
চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ৩টায় উপজেলার টিপরদীতে অবস্থিত চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২নং গেট সংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় অতিরিক্ত লোড করার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক ওসমান গনি বলেন, দাহ্য রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক দ্রব্য সংরক্ষণের যথাযথ পদ্ধতি অবলম্বন না করার সম্ভাবনা রয়েছে। এতে কোন হতাহত না হলেও আতংক বিরাজ করছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ওভারলোড হয়ে কিছু নিচে পড়ে যাওয়ায় বিস্ফোরণ হয়। এতে কোন হতাহত হয়নি। সকল ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X