

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইলের লোহাগড়ায় বসতঘর থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্দশী গ্রামের বাসিন্দা ইমরুল ভূঁইয়া নিজ বাড়িতে একাই বসবাস করতেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এছাড়া তার স্ত্রীর সঙ্গেও গত এক বছর ধরে মামলা চলছিল। বুধবার দুপুরে তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
মন্তব্য করুন
