শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম
expand
নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

নওগাঁর বদলগাছী উপজেলায় ডাকাতির সময় গণপিটুনির শিকার হয়ে এক ডাকাত প্রাণ হারিয়েছেন।

নিহত ব্যক্তির নাম আশাদুল, বাড়ি উপজেলার কোলা পালশা গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুলের ছেলে।

এই ঘটনা ঘটে শনিবার ভোরে, মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ৫-৬ জনের একটি দল হানা দেয়। তাদের মধ্যেই ছিলেন আশাদুল।

ডাকাতি চলাকালে বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ডাকাতদের প্রতিরোধ করেন।

এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আশাদুল ধরা পড়ে যান। তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, নিহত আশাদুলের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতির মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন