

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলে অনুপ্রবেশকারী ও স্বার্থান্বেষী ব্যক্তিরাই বিএনপির ভেতরে অঘটন সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এবং বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে লাকসাম–মনোহরগঞ্জের বিভিন্ন এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ড. রশিদ বলেন, “যারা দলের ভেতরে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি দলীয়ভাবেও তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে লাকসাম–মনোহরগঞ্জে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দলের ভেতরে যে খেলা চলছে, তা অত্যন্ত দুঃখজনক। কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ড করছে বলে আমি মনে করি।”
আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিষয়ে তিনি বলেন, “লকডাউন বা ফগ ডাউন দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। গত ১৭ বছরের দুঃশাসন নতুন প্রজন্ম স্পষ্টভাবে বুঝতে পেরেছে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁরা মনোহরগঞ্জ বাজার, লক্ষণপুর বাজার, বাইশগাঁও বাজার, মান্দারগাঁও বাজারসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
মন্তব্য করুন