শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী
expand
নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী

র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুই অভিযানে ১৯কেজি ৪৬৫ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দেলদুয়ার থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে।

১৩ নভেম্বর রাত থেকে ১৪ নভেম্বর সকাল পর্যন্ত মধুপুর পৌরসভার দৈনিক বাজারে অভিযান চালিয়ে মেসার্স মানিক স্টোরের ৬টি গোডাউন থেকে পলিথিন জব্দ করা হয়। এসময় দোকান মালিক মানিক চন্দ্র শীল (৫০)কে আটক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ঘটনায় মধুপুর থানায় মামলা করে।

শুক্রবার বিকালে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

অন্যদিকে, ২৩ আগস্ট নাবালিকা ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সোনা মিয়া মকরম (৩০)কে দীর্ঘ সময় অভিযানের পর ১৩ নভেম্বর বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর নন্দবয়ড়া এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানায়, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন