বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচার সরকার প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দেয়নি: মোর্শেদ আলম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।
expand
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, বিগত স্বৈরাচার সরকার মামলা হামলা করে ১৭টি বছর আমাদের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দেয়নি, মিছিল-মিটিং করতে দেয়নি। আমাদের ঘরে বসে রাজনীতি করতে হতো। আমরা সাধারণ মানুষ থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও নিজস্ব অর্থায়নে ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে বাঘসাতার মোড় খেলার মাঠে নারী-পরুষের মাঝে ১২ হাজার শড়ি-লুঙ্গি বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মোর্শেদ আলম বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার গত ১৭ বছর দেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। আমরা মানুষের সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা এখন স্বাধীন। আমাদের দলের নেতা-কর্মী-সমর্থকরা আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়া, যাতে সুষ্ঠুভাবে আগামী নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে যাবেন, নিজের যাকে খুশি তাকেই ভোট দেবেন। কেউ আপনাকে বাঁধা দেবে না বা জবরদস্তি করবে না। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনীতি হলো উন্মুক্ত মঞ্চ, সেখানে বিভিন্ন দল তার কথা বলবে। কিন্ত বিগত সরকার আমাদের তা করতে দেয়নি। আমরা আপনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে পারিনি, আপনার কথা আপনি বলেন, যদি বিএনপির নেতাকর্মী আপনাদের ওপর অন্যায় ও নির্যাতন করে, আপনাদের কোনো কাজে বাঁধা প্রদান করে, আমাদের নেতার নির্দেশ কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একথায় শান্তিপূর্ণ পরিবেশে মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মন্ডল এবং পরিচালনা করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমিন, খালেদা নার্গিস, সিরাজুল ইসলাম ঢালী, নজরুল ইসলাম বিএসসি,‌ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাইফ উল্লাহ্ চৌধুরী, নাইমুল করিম জান্নাত, কায়সার আহমেদ কাজল শ্রমিক দলের শাহ মুহাম্মদ সুজনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন