

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ফটকের সামনের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল প্রাঙ্গণে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই চারপাশে পানি জমে থাকে। এতে একদিকে যেমন সেবা নিতে আসা মানুষদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
চিকিৎসা নিতে আসা রোগী মকবুল হোসেন বলেন, “পানি জমে যাওয়ায় ময়লা পানির মধ্য দিয়ে হাঁটতে হয়। এতে অসুস্থতা আরও বাড়ার আশঙ্কা থাকে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিন জানান, “বৃষ্টির সময় হাসপাতালের ভেতরে ও বাইরে রোগী ও স্টাফদের প্রবেশে বিপত্তি ঘটে। দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় বৃষ্টির পানি জমে যায়। স্বাস্থ্য বিভাগের নিজস্ব বাজেট থেকে এসব সংস্কারের কাজ স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সম্পন্ন করে থাকে।”
তিনি আরও জানান, “পৌরসভার উদ্যোগে জরুরি বিভাগের সামনের রাস্তাটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।” পাশাপাশি রোগীদের সুবিধার্থে পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডে নতুন ফ্যান স্থাপন, ভবনের সিঁড়ি ও জরুরি বিভাগের সামনে টাইলস বসানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
মন্তব্য করুন

