শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
ভরাডোবা হাইওয়ে থানা
expand
ভরাডোবা হাইওয়ে থানা

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহানারা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) বিকালে ভালুকা পৌরসভার থানার মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহানারা আক্তার ইসলামী ব্যাংকে এসেছিলেন টাকা উত্তোলন করার জন্য। ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি ভালুকা পৌরসভার থানার মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের চেষ্টা করেছিলেন।

এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X