

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম লিখেছেন, নির্বাচনের পথে যে আঘাত আমাকে দেওয়া হয়েছিল, তা শুধু আমার ব্যক্তিগত কষ্ট নয়, তা ছিল ভালুকাবাসীর কণ্ঠরোধের এক নির্মম চেষ্টা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিনি তার নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লিখেছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম।
তিনি লিখেছেন, মিথ্যা অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করে মানুষের ভালোবাসা, আশা ও বিশ্বাসকে কাগজের হিসাব দিয়ে চাপা দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। সেই মুহূর্তগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু সেই অন্ধকার সময়েও আপনাদের ভালোবাসা আমাকে একা হতে দেয়নি। আপনারা যেভাবে নীরবে পাশে থেকেছেন, দোয়ায় আমাকে শক্ত করে ধরে রেখেছেন, সেই ভালোবাসা আমাকে চোখের জল লুকিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে।
তিনি লিখেছেন, আজ আপনাদের দোয়া ও ন্যায়বিচারের প্রতি অটল বিশ্বাসের কারণেই নির্বাচন কমিশনে আপিলের পর আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এটি আমার একার জয় নয়, এটি ভালুকাবাসীর সম্মান, অধিকার ও গণতান্ত্রিক চেতনার বিজয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আপনাদের ভালোবাসার শক্তিতেই এগিয়ে চলেছি। দৃঢ় বিশ্বাস রাখি, ইনশাআল্লাহ, কোনো ষড়যন্ত্র, কোনো অপশক্তিই ভালুকাবাসীর ঐক্য ও জনসমর্থনের সামনে টিকতে পারবে না।
তিনি লিখেছেন, যারা মানুষের ভোটকে ভয় পায়, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কখনোই মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের ভালোবাসা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আগামী ১২ই ফেব্রুয়ারি, সেই পবিত্র ভোটের দিনে আমি আপনাদের কাছে কোনো দাবি নয়, একটুখানি বিশ্বাস আর ভালোবাসা চাই।
তিনি আরও লিখেছেন, আপনাদের স্বতঃস্ফূর্ত ভোটে যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ ভালুকার মানুষের স্বপ্ন, সম্মান ও অধিকার রক্ষার এই লড়াই আমি সততা ও দায়িত্ব নিয়ে আজীবন চালিয়ে যাবো। সবাইকে ধৈর্য, শান্তি ও ঐক্য ধরে রাখার জন্য হৃদয়ের গভীর থেকে অনুরোধ জানাচ্ছি। ভালুকাবাসীর পাশে ছিলাম, আছি থাকবো এই অঙ্গীকার নিয়েই।
মন্তব্য করুন
