বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন ২০ তারিখেই হবে

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ
expand
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন হবে আগামী ২০ জানুয়ারিতেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিসে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ সকল মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দের সমন্বয়ে আলোচনায় মিলিত হয়ে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী ২০ জানুয়ারি তারিখে শাকসু নির্বাচন অনুষ্টানের আশ্বাস পাওয়া গেছে বলে জানানো হয়।

উক্ত সভায় শাবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন এবং ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এদিকে শাকসু নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসার আগে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত ছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, ‘কোনো আশ্বাসে আমরা বিশ্বাস করছি না। আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চয়তা দিতে হবে।

এ সময় উপ উপাচার্য অধ্যাপক ড. মো: সাজেদুল করিম বলেন, ‘ইসি থেকে জানানো হয়েছে প্রত্যেক প্যানেলের প্রার্থীরা যেন নির্বাচন নিয়ে অঙ্গিকারনামা পেশ করেন, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X