

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতায় বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘নান্দাইল প্রেসক্লাব পদক–২০২৫’-এর সাতজন সাংবাদিককে মনোনীত করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে এ মনোনয়ন ঘোষণা করা হয়।
সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের অবদান, নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বিবেচনায় নিয়ে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। এবছর মরণোত্তর সম্মাননায় মনোনীত হয়েছেন নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোশাররফ হোসেন আকন্দ এবং সাবেক সভাপতি মরহুম ফজলুল হক ভূইয়া। তাঁদের অবদান নান্দাইলের সাংবাদিকতা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিনিয়র সাংবাদিক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন অধ্যাপক আবু তাহের সাগর ও বাবু রমেশ কুমার পার্থ উভয়েই নান্দাইলের অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন সাংবাদিক। এছাড়া গফরগাঁও থেকে দৈনিক দিনকাল-এর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান লিটনকেও এ বছর সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
নতুন প্রজন্মের সাংবাদিক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন নান্দাইলের তরুণ সাংবাদিক এনপিবি নিউজের উপজেলা প্রতিনিধি ফরিদ মিয়া এবং মোঃ এমদাদুল হক ভূইয়া। তাঁদের সক্রিয়তা, অনুসন্ধানী প্রতিবেদন ও সামাজিক দায়বদ্ধতা এই মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।
আগামী ২৪ জানুয়ারি ২০২৬ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় মধুটিলা ইকোপার্কের মহুয়া রিসোর্টে আনুষ্ঠানিক ভাবে মনোনীত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নান্দাইল প্রেসক্লাবের এই সম্মাননা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন
