

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শেরপুর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় নির্দেশ অমান্য করে অননুমোদিত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্তের ফলে দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। তৃণমূল পর্যায়ে চেইন অব কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বহিষ্কৃত নেতার সাথে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্যও কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

