

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন কিংবা গ্রুপ পুনর্বিন্যাসের মতো বিষয় নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে এখনো চূড়ান্ত নিশ্চয়তা আসেনি। এই প্রেক্ষাপটে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই বৈঠকে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি তুলে ধরে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।
আইসিসির সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে সফর না করার বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি নতুন করে বিবেচনার জন্য আইসিসির কাছে অনুরোধ জানানো হয়।
অন্যদিকে, আইসিসি জানিয়েছে যে টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে বিসিবি জানিয়েছে, তারা তাদের অবস্থানে অনড় থাকবে।
আলোচনায় দুই পক্ষই এই বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করতে ভবিষ্যতেও সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করাকে বিসিবি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠি পাঠায়, যেখানে সম্ভাব্য তিনটি নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরা হয়েছিল।
সেই চিঠির বরাতে সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বরে এবং পুরো আসর ঘিরে ঝুঁকির মাত্রা ‘মডারেট’ বা মাঝারি মাত্রার হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এই ঝুঁকির মাত্রা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চমাত্রার বলে জানানো হয়েছে বিসিবিকে পাঠানো অভ্যন্তরীণ মেইলে। এ ছাড়া ভারতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের রেশও উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। বিসিসিআই কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজি যদিও এর নেপথ্য কারণ উল্লেখ করেনি। তবে বাংলাদেশ মনে করছে মুস্তাফিজকে নিয়ে ক্রমাগত ক্ষোভ বাড়তে থাকায় এমন পদক্ষেপ। ফলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের, পূর্বনির্ধারিত সূচিতে গ্রুপপর্বে বাংলাদেশের তিন ম্যাচ কলকাতা এবং আরেকটি মুম্বাইয়ে রয়েছে।
মন্তব্য করুন

