শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
expand
মুন্সীগঞ্জে জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় মিরকাদিম পৌরসভার দরগাবাড়ির সানাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়।

সম্মেলনে আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আবু ইউসুফ বলেন, সরকার গঠন করতে পারলে দল চাঁদাবাজি মুক্ত প্রশাসন গড়ার চেষ্টা করবে। তিনি বলেন, “চিকিৎসাসেবার মান উন্নয়নে একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ঢাকা–মুন্সীগঞ্জ যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস দাবি করেন, দলে নির্বাচনী প্রতীকে ‘দাড়িপাল্লা’র পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য দলীয় জনশক্তিকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা নুরুল হক পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. মুহাম্মদ সুজন শরিফ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার হোসেন, নির্বাচন পরিচালক মো. আরশাদ আলী ঢালী, শাহজাহান সরকার, সুরুজ মাস্টার, ডা. ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের আমির ও কেন্দ্রের প্রতিনিধিরা।

সম্মেলনে বিপুলসংখ্যক নেতা–কর্মী ও কেন্দ্রের প্রতিনিধির অংশগ্রহণ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন