বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলাচলের রাস্তা বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলাচলের রাস্তা বন্ধ
expand
টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলাচলের রাস্তা বন্ধ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি অর্থায়নে নির্মিত কাঠের পোল ভেঙে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফকিরবাড়ি সংলগ্ন কাঠের পোলটির একটি অংশ ভাঙা অবস্থায় পড়ে আছে। ফলে এলাকাবাসীর যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রায় ৩৫ বছর ধরে তারা এ রাস্তা ব্যবহার করে আসছেন। স্থানীয় উদ্যোগে এবং সরকারি সহায়তায় এখানে কয়েক বছর আগে কাঠের পোল নির্মাণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা পোলটি ভেঙে দেয়, এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

এলাকার নারী ও প্রবীণরা অভিযোগ করে বলেন, এ ঘটনার কারণে তাদের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত পোলটি পুনর্নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিপক্ষের একজন, হাবিল ফকির, বলেন, “প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ার ঘটনায় আমার ভাই রাগের বশে পোলটি ভেঙে দেয়। সরকারি পোল ভাঙা ঠিক হয়নি, এটা স্বীকার করছি। তবে ওই স্থানে মাদকসেবীদের আড্ডা হয়, তাই আমি চাই না সেখানে আর পোল নির্মাণ হোক। পাশেই অন্য একটি রাস্তা রয়েছে, মানুষ সেখান দিয়েও চলাচল করতে পারে।”

এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী বলেন, “পুলটির জন্য নতুন করে বরাদ্দ এসেছে। তবে দুই পরিবারের বিরোধের কারণে আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পুলটি নির্মাণ করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন