শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত বিভেদ তৈরি করায় ফ্যাসিবাদরা সুযোগ নিচ্ছে: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
expand
জামায়াত বিভেদ তৈরি করায় ফ্যাসিবাদরা সুযোগ নিচ্ছে: সপু

জামায়াত পিআর ও গণভোটের দাবিতে বিভেদ তৈরি করায় ফ্যাসিবাদরা এর সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আমাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আজ ঢাকায় ঝটিকা মিছিল করেছে। তারা নানা ভাবে হানা দেওয়ার সুযোগ খুঁজছে। আমি জামায়াতকে আবারও সবাইকে হুঁশিয়ার করছি এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হোন। তা না হলে ফ্যাসিবাদ ফিরে এলে কারোরই পিঠের ছাল থাকবে না। দেশটাকে ভালোবাসুন, দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন।

সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল মান্নান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টায় শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। জুমার নামাজের পর ষষ্ঠগ্রাম মাদরাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ২শ'র বেশি শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন