শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নৌ ডাকাত নয়ন-পিয়াস চক্র দেশে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
expand
নৌ ডাকাত নয়ন-পিয়াস চক্র দেশে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় সদ্য প্রতিষ্ঠিত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশদের ওপর হামলার ঘটনায় জড়িত নৌ ডাকাত নয়ন-পিয়াসরা বর্তমানে দেশে নেই, তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গজারিয়ার জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “তারা যদি দেশে ফিরে আসে তবে তাদের জায়গা হবে সরাসরি কেরানীগঞ্জ কারাগার।”

উপদেষ্টা জানান, নৌ ডাকাতদের হাতে থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে, যাতে কেউ তথ্য দিলে ব্যবস্থা নেওয়া যায়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনী মেঘনা নদী ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এর কিছুদিন পর ২৫ আগস্ট ডাকাতরা লুটকরা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আধাঘণ্টার গোলাগুলির ঘটনায় পুলিশ পরে মামলা করে ২০ জনের নাম উল্লেখ ও আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তরা এখনও পলাতক।

একই অনুষ্ঠানে আলু চাষিদের দুর্দশার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে হিমাগারে প্রতি কেজি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এখনো প্রত্যাশিতভাবে আলু বাজারে আসছে না। তিনি জানান, আগের চেয়ে দাম এক থেকে দেড় টাকা বেড়েছে এবং আগামী ১৫ দিনে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কাজী হুমায়ুন রশীদ ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন