

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আয়োজন করা হয়।
ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. শাহিন সরদার। সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ হাসান ঢালী সঞ্চালনা করেন।
আলোচনা সভায় হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ ক্বারী মাওলানা মাসুম বিল্লাহসহ বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং শান্তি প্রতিষ্ঠার দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, নবীর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হিংসা, হানাহানি ও অন্যায় দূর হবে।
পরে রশুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার মোড় ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদ মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠান শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় শতশত ধর্মপ্রাণ মুসল্লি আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।
মন্তব্য করুন
