বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে দোকান ঘর উত্তোলনে বাধা ও হুমকি, থানায় অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
expand
লৌহজংয়ে দোকান ঘর উত্তোলনে বাধা ও হুমকি, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি লিজকৃত জমিতে দোকান ঘর উত্তোলনের সময় বাধা ও হুমকির শিকার হয়েছেন এক দোকান মালিক। এ ঘটনায় দোকান মালিক আলী আশেক শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, তিনি মৃত গফুর শেখের ছেলে এবং দীর্ঘ ৫০ বছর ধরে লৌহজং উপজেলার ভরাকড় গ্রামের কলমা বাজারে সরকারি লিজ নেওয়া জমিতে বসবাস ও ভোগদখল করছেন। জমিটি কলমা মৌজার ৩২ নম্বর খতিয়ান ও আরএস ৮৫৭ দাগে চার শতাংশ ভিটিতে অবস্থিত।

আলী আশেক শেখ বলেন, “দোকান ঘর সংস্কার করতে গেলে অভিযুক্তরা আমাকে নানা ভাবে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। সরকার আমাকে লিজ দিয়েছে, আমি কারও সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিনি। বৃদ্ধ বয়সে আমার পরিবার এ দোকান ঘরের ওপর নির্ভরশীল।”

অভিযোগে হিরন দোকানদার, রফিক শেখ, নুর আলম, দেলু মাঝি, সুমন মিয়া, বেদেনা আক্তার, আলমাস পাঠান, আনু শেখ ও মুকুল দপ্তরীকে আসামি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X