শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায় পুলিশ
expand
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায় পুলিশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ব্রিজের ঢালে (টোল প্লাজার কাছে) মালবাহী পিকআপের পেছনে একটি বাসের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকাগামী একটি মুরগীবাহী পিকআপের পেছনে একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়।

এ সময় পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যায়, আহত হয় পিকআপে থাকা অপর একজন। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়, আর আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, বাসটি শনাক্তের কাজ করছি। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X