

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বেপরোয়া বাসচাপায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আরবি (৬) স্থানীয় একটি মাদরাসায় পড়ত। সেদিন মাদরাসা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, বাসের চালক জামাল মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যান।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি টঙ্গীবাড়ীর পথে আসছিল। পথে দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তিনি আরও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয়দের দাবি, বেপরোয়া ও অসচেতন চালনার কারণে এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এ ঘটনায় চালক জামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    