

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের ইছামতী নদীতে মাঝি ও জেলেদের সঙ্গে নৌকা চালিয়ে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মুন্সীগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিরাজদিখান উপজেলার ইছামতী নদীতে তিনি স্থানীয় মাঝি ও জেলেদের সঙ্গে নৌকায় ওঠেন। এসময় মাঝিদের সঙ্গে নৌকা চালানোর পাশাপাশি তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের জীবনের নানা সংগ্রাম ও শৈশবের স্মৃতিচারণ করেন।
প্রচারণাকালে শেখ মোহাম্মদ আবদুল্লাহ নিজেই নৌকার হাল ধরেন এবং মাঝিদের পাশে বসে বলেন, “এরা আমার খুব কাছের মানুষ। এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি এই এলাকারই সন্তান। একসময় আমি নিজেও নৌকা চালিয়ে স্কুলে যেতাম। এই নদীতেই নৌকা চালিয়েছি, ধান কেটেছি, ঘাস কেটেছি। এখানকার মানুষ আমার আপনজন। সব কাজই বড়, কোনো কাজই ছোট নয়। এই ভাইদের সঙ্গে নৌকা চালাতে গিয়ে আমার পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়েই তিনি রাজনীতি করতে চান এবং সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করে যেতে চান। নৌকা ভ্রমণ শেষে তিনি সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজার ও রাজানগর বাজারে গণসংযোগ করেন। এসময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
