শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি বন্ধ করা গেলে দেশেই উন্নয়নের জোয়ার বইবে: কেএম বিল্লাল হোসাইন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন কেএম বিল্লাল হোসাইন
expand
নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন কেএম বিল্লাল হোসাইন

দেশে উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ হয়, অতীতে তার একটি বড় অংশ চুরি হয়ে গেছে। এই চুরি বন্ধ করা গেলে বাংলাদেশেই উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেএম বিল্লাল হোসাইন বলেন, অতীতে যারা সংসদ সদস্য ছিলেন, তারা দায়িত্ব নেওয়ার আগে সীমিত সম্পদের মালিক ছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অনেকেই শত শত কোটি টাকার মালিক বনে যান। এই অর্থ কোথা থেকে এলো, সে বিষয়ে কখনোই কার্যকর জবাবদিহি নিশ্চিত করা হয়নি।

তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ উন্নয়নকাজ হয়, তার প্রায় ৭০ শতাংশ অর্থ দুর্নীতি ও চুরির মাধ্যমে আত্মসাৎ হয়ে যায়। এই চুরি বন্ধ করা গেলে দেশের বিদ্যমান সম্পদ দিয়েই বহুগুণ উন্নয়ন সম্ভব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে দাবি করে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ নেই।

সুতরাং এই ধারার রাজনীতি দিয়েই চুরি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া সম্ভব। আমরা শতভাগ কাজ করব এবং চুরির রাজনীতি বন্ধ করব।

গণসংযোগে ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, উপজেলা সভাপতি আঃ হাকিম ঢালী, সেক্রেটারি ডাক্তার ওবায়দুল্লাহ সরদার, সহ সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, আক্তার হোসেন শেখ সহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X