

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলে উল্লেখ করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নিৰ্দেশনা প্রদান করা হয়েছে।
আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কিমিটির সভাপিত আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, এর আগে শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহিদুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত ভোর রাতে তাকে শ্রীনগর জমজম টাওয়ারের পেছন থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ছিনতাই হওয়া একটি নেভী ব্লু রংয়ের পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
