শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ডাকাতির মালামালসহ ৪ ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
ডাকাতির মালামালসহ আটক
expand
ডাকাতির মালামালসহ আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৈশপ্রহরীদের বেঁধে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বছরের ১৯ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে শ্রীনগর থানাধীন বীরতারা বাজারে সংঘবদ্ধ ডাকাত দল নৈশপ্রহরী শামীম মিয়া ও শওকত শেখকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে দোকানের পাশে ফেলে রাখে। এরপর তারা ‘মায়ের দোয়া বস্ত্রালয়’ ও ‘আব্দুল্লা ফ্যাশন হাউজ’ নামের দুটি দোকানের শাটার ভেঙে প্রায় ছয় লাখ টাকার কাপড় ও নগদ টাকা লুট করে একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে ঘটনায় জড়িত ডাকাত মো. রাজিব বেপারী ও মো. সুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মো. হাবিব ওরফে জসিম এবং লুণ্ঠিত মালামাল রাখা আসামি মো. জাহিদ হোসেন ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে জাহিদের ঢাকার শ্যামপুরের দোকান থেকে লুণ্ঠিত ২০টি লুঙ্গি, ১৯টি শাড়ি, ২৬টি থ্রি-পিস, ১৭টি গামছা এবং ১৩০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।

এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন-২৩-২২৮৯) জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার জানান, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X