শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় আহত ২০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
দুর্ঘটনা কবলিত বাস
expand
দুর্ঘটনা কবলিত বাস

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর ও লৌহজংএলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজের উপর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের ড্রাইভারসহ অন্তত ১৬ জন আহত হয়। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে। এতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিলো না। এ কারণে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কটি। এতেই ঘটে দুর্ঘটনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X