

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার বালিগাঁও আমজাদ আলী কলেজের হলরুমে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ আগামী দিনে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামনে নির্বাচনে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও তাদের সহায়তা প্রত্যাশা করা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা। তিনি বলেন, দেশের উন্নয়ন যাত্রায় আনসার ও ভিডিপি একটি কার্যকর সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। প্রশিক্ষণ সদস্যদের সক্ষমতা বাড়াবে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও দৃঢ় হবে।
সঞ্চালনা করেন আড়িয়ল ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা অনিক শেখ। তিনি জানান, মৌলিক প্রশিক্ষণ সদস্যদের দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। দেশপ্রেম ও শৃঙ্খলার মাধ্যমে জনসেবায় এগিয়ে যাওয়ার প্রেরণাও তারা পান।
অনুষ্ঠানে বালিগাঁও ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রি আফিয়া আক্তার, ইউনিয়ন আনসার কমান্ডার দিপ্ত দাশগুপ্ত, সহ–কমান্ডার আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন
