

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সেনাবাহিনীর অভিযানে ককটেল, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত চলা তল্লাশি অভিযানে আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি ককটেল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি বিয়ার বোতল উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসান হাউলিদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত মামুন দেওয়ান মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলায় পলাতক আসামি। এছাড়া তিনজনই শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি সেনাবাহিনীর।
পরে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সাধারণ জনগণের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
মন্তব্য করুন
